জ্বালানি তেলের দাম বৃদ্ধি ; পাম্পে কৃত্রিম সংকট
বি এ রায়হান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এ পরিশোধিত এবং আমদানি/ক্রয়কৃত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ (৫ আগস্ট) রাত ১২ টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভিতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১১৪ টাকা/ লিটার, কেরোসিন ১১৪ টাকা/ লিটার, অকটেন ১৩৫ টাকা/লিটার ও পেট্রোল ১৩০ টাকা/ লিটার হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অপর দিকে রাত পৌনে এগারোটার দিকে এই খবর ছড়িয়ে পরলে পেট্রোলপাম্প গুলোতে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়। এতে ভোগান্তিতে পড়েন পরিবহন সংশ্লিষ্টরা। অনেক স্থানে মোটরসাইকেল চালকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে রাত বারটার পর নতুন নির্ধারিত দামে তেল বিক্রি শুরু হলে বাড়তি দামে তেল কিনে বাড়ি ফেরেন পরিবহন চালকরা।